কুবিতে ‘ডাটা গভর্নেন্স অ্যান্ড ইন্টারঅপারেবিলিটি’ শীর্ষক সেমিনার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হয়েছে ‘ডাটা গভর্নেন্স অ্যান্ড ইন্টারঅপারেবিলিটি’ শীর্ষক সেমিনার।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও কী-নোট স্পিকার ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফায়েজ আহমদ তাইয়েব।
সেমিনারে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ম. তোফায়েল আহমেদ এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে ফায়েজ আহমেদ তাইয়েব বলেন, লালমাইয়ে আমাদের একটি সফটওয়্যার হাব আছে। বিগত সরকারের আমলে অনেকগুলো হার্ড হাব তৈরী করা হয়েছিলো কিন্তু সেগুলোর সফট স্কিল ডেভেলপ করা হয়নি। সবকিছু ঠিকঠাক থাকলে আপনাদেরকে একটি ইনোভেশন হাব আমরা তৈরী করে দিবো। আপনারা বলছিলেন আপনাদের পর্যাপ্ত ল্যাব ফ্যাসিলিটিজ নেই। তাই আপনারা ইনোভেশন হাবকেই ল্যাব হিসেবে ব্যাবহার করতে পারবেন। আমরা এমন একটা এআই মডেল তৈরী করবো যা দূর্ণীতি আইডেন্টিফাই করতে সহযোগিতা করবে।
এছাড়াও তিনি তথ্য আদান-প্রদান, সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত ডাটাব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) প্রয়োগ নিয়ে আলোচনা করেন।
উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, 'ডাটা সিকিউরিটি নিয়ে পর্যাপ্ত লেখাপড়া আমাদের কারিকুলামেই নেই। উনি (প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী) যে উদ্যোগ নিয়েছেন এটি খুবই গুরুত্বপূর্ণ। আমি উনাকে বলবো আপনারা এতোগুলা উদ্যোগ না নিয়ে নির্দিষ্ট কিছু উদ্যোগ নিন যাতে পরেরবছর আবার এগুলো রিডানডেন্ট বা ভয়েড না হয়। আমাদের দেশের দরিদ্র মানুষগুলো বিভিন্ন অনলাইন প্লাটফর্মে প্রতারিত হচ্ছেন শুধু যথাযথ লিগ্যাল ফ্রেমওয়ার্ক নেই বলে।
What's Your Reaction?






