আগৈলঝাড়ায় জেলেদের দেওয়া সরকারি গরু জবাই করে বিক্রি

মো: মনিরুজ্জামান আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধি
Oct 27, 2025 - 21:48
 0  8
আগৈলঝাড়ায় জেলেদের দেওয়া সরকারি গরু জবাই করে বিক্রি

জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য সরকারি সহায়তায় দেওয়া গরু জবাই করে বিক্রির অভিযোগ উঠেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার এক জেলের বিরুদ্ধে। সোমবার (২৭ অক্টোবর) সকালে ঘটনাটি জানাজানি হলে উপজেলা মৎস্য কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৭ জুন আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নের ৯৫ জন জেলের মাঝে বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে উপজেলা মৎস্য অফিস থেকে বকনা বাছুর বিতরণ করা হয়। উপজেলার রাজিহার ইউনিয়নের আহুতি বাটরা গ্রামের মৎস্য অফিসের ১০০৬০২০০৭৯০০০২৮৮ নম্বর কার্ডধারী জেলে আব্দুর রব মোল্লা সেই তালিকায় একজন ছিলেন।

কিন্তু সরকারি নির্দেশনা অমান্য করে বাছুর পাওয়ার মাত্র পাঁচ মাসের মাথায় গত ২৫ অক্টোবর তিনি নিজের বসতবাড়ির সামনে গরুটি জবাই করে বিক্রি করেন। পরে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে উপজেলা মৎস্য কর্মকর্তার দৃষ্টিগোচর হয়।

অভিযোগের বিষয়ে আব্দুর রব মোল্লা স্বীকার করে বলেন, “গরুটি পাশের বাড়ির চাঁন মিয়া মোল্লার ছেলে শহিদ মোল্লার কাছে বিক্রি করেছি। সে আমার বাড়ির সামনে গরু জবাই করে ভাগা দিয়ে মাংস বিক্রি করেছে।”

এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক বলেন, “আমাদের দপ্তরের দেওয়া গরু বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। তদন্ত করে অভিযুক্ত জেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow