আগৈলঝাড়ায় মুক্তিযোদ্ধা সংসদ আহ্বায়ক কমিটি গঠন
বরিশালের আগৈলঝাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধাকে আহ্বায়ক এবং এইচ. মোসাদ্দেক হোসেন মন্টুকে সদস্য সচিব করা হয়েছে।
রোববার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা সন্তান শাহ মোহাম্মদ বখতিয়ার, বীর মুক্তিযোদ্ধা আলমগীর মিয়া, মোসাদ্দেক হোসেন মন্টু, শাহজাহান সরদার, এসকে সেকেন্দার, আইউব আলী মৃধা এবং উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মিঠু মীর প্রমুখ।
পরবর্তীতে সেকেন্দার আলী মৃধাকে আহ্বায়ক ও মোসাদ্দেক হোসেন মন্টুকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক কমিটি অনুমোদনের জন্য বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মতুর্জা রহমান মানিকের কাছে জমা দেওয়া হয়। তিনি জানান, কমিটি অনুমোদনের জন্য ইতিমধ্যে কেন্দ্রীয় কমান্ডে পাঠানো হয়েছে।
What's Your Reaction?
মো: মনিরুজ্জামান আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধি