নওগাঁয় জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Oct 27, 2025 - 21:59
 0  4
নওগাঁয় জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে “জুলাই সনদের ভিত্তিতে নভেম্বরে গণভোটসহ ৫ দফা দাবিতে” বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় নওগাঁ জেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তাজের মোড়ে শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা জামায়াতের আমির, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ-৪ (মান্দা) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী খ. ম. আব্দুর রাকিব।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির ও নওগাঁ পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী অধ্যাপক মহিউদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আ. স. ম. সায়েম, জেলা কর্মপরিষদ সদস্য ও নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি পদপ্রার্থী খবিরুল ইসলাম এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রাকিব।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক নাসির উদ্দীন।

প্রধান অতিথি খ. ম. আব্দুর রাকিব তার বক্তব্যে বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে জুলাই সনদের ভিত্তিতে নভেম্বরে গণভোটের কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “উভয় কক্ষে পিআর বাস্তবায়ন, নির্বাচনকালীন সময়ে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্টদের বিচার দৃশ্যমান করা এবং ১৪ দল ও জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।”

বক্তারা ৫ দফা দাবির যৌক্তিকতা তুলে ধরে অবিলম্বে তা বাস্তবায়নের আহ্বান জানান এবং এই দাবিগুলো পূরণের পরই নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow