গাছ লাগিয়ে 'ব্যাচ ডে' উদযাপন কুবির মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের
বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম পদার্পণের দিনটা স্মরণীয় করে রাখতে নানা আয়োজন দেখা যায় বিভিন্ন ব্যাচে। 'ব্যাচ ডে' উদযাপনে কেউ কেক কাটে, কেউ আড্ডায় মেতে ওঠে, আবার কেউ আয়োজন করে সাংস্কৃতিক সন্ধ্যার। কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের ১৮তম ব্যাচ বেছে নিয়েছে একটু ভিন্ন পথ। তারা বিশ্ববিদ্যালয় জীবনের এক বছর পূর্তি উপলক্ষ্যে 'ব্যাচ ডে' উদযাপন করেছে গাছ লাগিয়ে।
সোমবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জলপাই, নিম, আতাফল ও কাঠবাদামসহ নানা ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করে দিনটি উদযাপন করে শিক্ষার্থীরা।
তারা জানান, ঠিক এক বছর আগে এই দিনে তাঁরা বিশ্ববিদ্যালয় জীবনে প্রথম পা রাখেন। সেই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে তাঁরা চেয়েছেন এমন কিছু করতে, যা শুধু একদিনের নয়, থাকবে দীর্ঘদিন।
ব্যতিক্রম এই উদযাপন নিয়ে মার্কেটিং ১৮তম ব্যাচের শিক্ষার্থী ইসরাত জাকিয়া নিহা বলেন, "আজ আমাদের প্রথম ব্যাচ ডে। ব্যস্ততার মাঝেই আমরা কেক কাটা ও গাছ লাগানোর মতো কার্যক্রম করেছি। এই ১ বছর আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। আমি বিশ্বাস করি, এমন আয়োজন আমাদের বন্ধনকে আরও শক্তিশালী ও ইতিবাচক রাখবে।"
তাসনিম কাদের ইরফান বলেন, "আমাদের উদ্দেশ্য ছিল শুধু উদযাপন নয় বরং একটা স্থায়ী ছাপ রেখে যাওয়া। ব্যাচ ডে উপলক্ষে আমরা সবাই মিলে রোপণ করেছি বিভিন্ন রকমের গাছ। যাতে আগামী দিনে এ গাছের ছায়া, ফল আর কল্যাণে আমরা সবাই অংশীদার হতে পারি। আমরা 'আদ্রিক-১৮', যারা শুধু আজ নয়, ভবিষ্যতের জন্যও কিছু রেখে যেতে চায়।"
What's Your Reaction?
আলী আকবর শুভ, কুবি প্রতিনিধি, কুমিল্লাঃ