নিখোঁজ সন্তানের সন্ধানে প্রবাসী মায়ের আর্তনাদ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর বাগানবাড়ি গ্রামের মৃত মোঃ ইকবাল মিয়ার তৃতীয় ছেলে মোঃ সায়েম মিয়া (১৩) গত ৫ই সেপ্টেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর থেকে নিখোঁজ রয়েছেন।
ওইদিন দুপুর আনুমানিক ১২টার দিকে তিনি নামাজ পড়ার উদ্দেশ্যে স্থানীয় মসজিদে যান। কিন্তু নামাজ শেষে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পাশাপাশি আত্মীয়স্বজন ও স্থানীয় এলাকাবাসী দীর্ঘদিন খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজের খবর পেয়ে প্রবাস ফেরত মা মোছাঃ শাহেনা বেগম মাতৃহৃদয়ের আকুতি নিয়ে দেশে ফিরে আসেন। সন্তানের খোঁজে প্রতিদিন নিরন্তর ছুটে চলেছেন তিনি। প্রায় এক মাস ২২ দিন পেরিয়ে গেলেও আজও তার প্রিয় সন্তান সায়েমের কোনো খোঁজ পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, বহু বছর আগে সায়েমের বাবা মোঃ ইকবাল মিয়া মারা যান। মৃত্যুকালে তিনি চারটি ছেলে সন্তান রেখে যান। এরপর সংসারের ভার নিজের কাঁধে তুলে নেন শাহেনা বেগম। সন্তানদের মানুষ করার জন্য তিনি বিদেশে পাড়ি জমান। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস- আজ সেই সন্তানই হারিয়ে গেছে, যাকে ভালো ভবিষ্যৎ দিতে তিনি এত পরিশ্রম করেছিলেন।
অশ্রুসিক্ত কণ্ঠে মোছাঃ শাহেনা বেগম বলেন,
“আমি একজন মা। সন্তানহারা যে কতটা কষ্টের, তা ভাষায় প্রকাশ করার নয়। আমার ছেলেকে ফিরে পেতে আমি দেশ-বিদেশে থাকা সকল ভাই-বোন, আত্মীয়-স্বজন ও মানবিক হৃদয়ের মানুষের কাছে সাহায্য কামনা করছি।
শাহানা বেগম বলেন, যদি কেউ আমার সন্তানের খোঁজ পান, দয়া করে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি আজীবন কৃতজ্ঞ থাকব আপনাদের কাছে।”
নিখোঁজ মোঃ সায়েম মিয়া চাউরা দৌলতবাড়ি হাফিজিয়া মাদ্রাসার সাবেক ছাত্র।
তার বয়স আনুমানিক ১৩ বছর, উচ্চতা প্রায় সাড়ে ৪ ফুট, গায়ের রং ফর্সা। নিখোঁজের সময় তার পরনে ছিল সবুজ রঙের খেলার জার্সি ও সাদা রঙের সেলোয়ার।
দেশ ও প্রবাসে অবস্থানরত সকলের কাছে পরিবারটির অনুরোধ- যদি কেউ মোঃ সায়েম মিয়ার কোনো সন্ধান পান, অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করুন:পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করা হয়েছে।
What's Your Reaction?
মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ