দেশনেত্রী জনগণকে ছেড়ে যাননি বলেই জানাজায় লাখো মানুষের ঢল - খালেদ হোসেন মাহবুব শ্যামল

জায়শা জাহান মিমি, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়াঃ
Jan 4, 2026 - 22:43
 0  3
দেশনেত্রী জনগণকে ছেড়ে যাননি বলেই জানাজায় লাখো মানুষের ঢল - খালেদ হোসেন মাহবুব শ্যামল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় আশুগঞ্জ উপজেলার সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠে এই শোকসভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ও জনগণকে ছেড়ে যাননি। তিনি আজীবন মানুষের পাশে ছিলেন। তাঁর জানাজায় লাখো মানুষের উপস্থিতিই প্রমাণ করে যে, দেশের জনগণও তাদের প্রিয় নেত্রীকে ছেড়ে যায়নি।”

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই শোকসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপি জোট মনোনীত ‘খেজুর গাছ’ প্রতীকের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব।

বক্তব্যে মাওলানা জুনায়েদ আল হাবীব বলেন, “বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণ এবং গণতান্ত্রিক সংস্কার অনেক দূর এগিয়েছে। জাতি তাঁর অসামান্য অবদান আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।”

শোকসভায় বক্তারা বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ‘অমর প্রতীক’ হিসেবে আখ্যায়িত করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ ও সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা শেখ মোঃ শামীম, জেলা বিএনপির সহ-সভাপতি এবিএম মমিনুল হক মমিন, মোঃ জসিম উদ্দিন রিপন, আলহাজ্ব শাহজাহান সিরাজ, মোঃ জাকির হোসেন, যুগ্ম সম্পাদক আলী আজম, মনির হোসেন ও মাইনুল হোসেন চপল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, প্রচার সম্পাদক মোঃ মাহিন।

এছাড়া স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল উদ্দিন ও আলমগীর হোসেন, এডভোকেট মেজবাহ উদ্দিন, গোলাম হোসেন ইফতি, ইউপি চেয়ারম্যান ফায়জুর রহমান ফায়জু, উপজেলা যুবদলের আহ্বায়ক আলমগীর খাঁ, সেলিম পারভেজ, অ্যাডভোকেট ইয়াসমিনসহ জেলা, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow