আগৈলঝাড়ায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

মো: মনিরুজ্জামান আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধি
Jan 4, 2026 - 22:51
 0  9
আগৈলঝাড়ায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ জানুয়ারি, ২০২৬) বিকেলে আগৈলঝাড়া বিএসপি একাডেমি মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, দলীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল খান। সভাপতিত্ব করেন সাবেক দুইবারের সংসদ সদস্য এবং গৌরনদী-আগৈলঝাড়া আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন।

দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা মরহুমার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন। তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। জাতির জন্য তাঁর এই অসামান্য ত্যাগ ও রাজনৈতিক অবদান মানুষ চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

এ সময় বক্তারা মরহুমার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশের চলমান সংকট থেকে উত্তরণ, গণতন্ত্র সুসংহতকরণ এবং জনগণের শান্তি ও কল্যাণ কামনা করেন।

অনুষ্ঠানে আগৈলঝাড়া উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মরহুমার আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণ মরহুমার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আদর্শ ধারণ করে গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow