মধুখালীতে একতারা সঙ্গীত একাডেমির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ফরিদপুরের মধুখালীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে একতারা সঙ্গীত একাডেমির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সনদপত্র প্রদান অনুষ্ঠান। আজ রবিবার (৪ জানুয়ারি) দুপুর ২টায় একাডেমির নিজস্ব কার্যালয়ে নিজস্ব ব্যবস্থাপনায় এই আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন একতারা সঙ্গীত একাডেমির অধ্যক্ষ বিষ্ণুপদ চক্রবর্তী এবং বিভাগীয় প্রধান মিহির গাঙ্গুলি।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন একতারা সঙ্গীত একাডেমির সভাপতি নিশীথ আচার্য্য।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমির সিনিয়র সহ-সভাপতি দুলাল চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ নাহিদ হাসান সোহেল, মহিলা বিষয়ক সম্পাদক শিপ্রা রায় ও প্রচার সম্পাদক পার্থ রায়। এছাড়াও সদস্য জহিরুল ইসলাম, ইতিকা গুহ, দিপা সাহাসহ একাডেমির ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?
পার্থ রায়, মধুখালী প্রতিনিধি, ফরিদপুরঃ