ছড়াকার এনায়েত হোসেন স্মৃতি সংসদের ফলক উন্মোচন করলেন এ. কে. আজাদ

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Oct 17, 2025 - 21:34
 0  5
ছড়াকার এনায়েত হোসেন স্মৃতি সংসদের ফলক উন্মোচন করলেন এ. কে. আজাদ

বাংলা ছড়া সাহিত্যে স্বকীয় ধারা সৃষ্টিকারী বিশিষ্ট ছড়াকার এনায়েত হোসেনের স্মৃতিকে অম্লান রাখতে ফরিদপুরে প্রতিষ্ঠিত হলো ‘ছড়াকার এনায়েত হোসেন স্মৃতি সংসদ’। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফরিদপুর শহরতলীর বাইতুল আমান এলাকায় তাঁর বাড়ির পাশে স্মৃতি সংসদের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ফরিদপুর সদর আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ. কে. আজাদ।

ফলক উন্মোচন শেষে স্থানীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এ. কে. আজাদ। তিনি বলেন, “এনায়েত হোসেনের মতো সংগ্রামী, সৎ ও নিষ্ঠাবান মানুষ সমাজে বিরল। তাঁর ছড়ায় উঠে এসেছে সমাজের শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা। তিনি ছিলেন সাম্য, মৈত্রী ও মানবতার কবি।”

তিনি আরও বলেন, এনায়েত হোসেনের স্মৃতি সংরক্ষণের পাশাপাশি তাঁর নামে একটি গ্রন্থাগার প্রতিষ্ঠা করা উচিত। সেই উদ্যোগে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

লেখক ও সাংবাদিক মফিজ ইমাম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান মো. মোতালেব হোসেন, পরিচালক মো. বেলাল হোসেন, ড. মো. আবুল হাশেম, সমাজসেবক শামীম আরা বেগম, ফারাহ দিবা, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আলতাফ হোসেন ও সাংবাদিক-সাহিত্যিক মফিজ ইমাম মিলন।
সমকাল সুহৃদ সমাবেশ ফরিদপুরের সহ-সভাপতি হারুনার রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে শহীদ আল ফারুক ছড়াকার এনায়েত হোসেনকে নিয়ে কবিতা আবৃত্তি করেন।

উল্লেখ্য, ফরিদপুর সদর উপজেলার ডিক্রীরচর ইউনিয়নের পদ্মা পাড়ের সন্তান এনায়েত হোসেন বাংলা ছড়া জগতে নিজস্ব ধারা সৃষ্টি করেছিলেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে ‘পালা বদলের ছড়া’, ‘কচিকলিদের ছড়া’, ‘চোখের জলে আগুন জ্বলে’, ‘প্রতিবাদী ছড়া’ ও ‘ভাব সংগীত’। এছাড়াও শিশু-কিশোরদের জন্য তিনি রচনা করেছেন ‘ছোটদের জসিম উদ্দিন জীবনী’ গ্রন্থ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow