সদরপুরে অবৈধভাবে মাছ ধরায় ৮০ হাজার মিটার জাল জব্দ

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
Oct 17, 2025 - 18:55
 0  5
সদরপুরে অবৈধভাবে মাছ ধরায় ৮০ হাজার মিটার জাল জব্দ

ফরিদপুরের সদরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবার (১৭ অক্টোবর) অভিযান চালিয়ে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে প্রায় ৮০ হাজার মিটার অবৈধ জাল ও ৬০–৭০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।

ভোর ৪টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান। উপজেলা প্রশাসনের সহযোগিতায় মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত একটি টিম এতে অংশ নেয়।

জব্দ করা জালগুলো পরে পুড়িয়ে বিনষ্ট করা হয়। আর উদ্ধার করা ইলিশ উপজেলা মসজিদের ইমামের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, ‘প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার যে নিষেধাজ্ঞা দিয়েছে, তা বাস্তবায়নে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow