কাপ্তাইয়ে জ্ঞানোদয় বৌদ্ধ বিহারে ৪৮তম কঠিন চীবর দানোৎসব ও সদ্ধর্ম সভা সম্পন্ন

নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার বারঘোনিয়া জ্ঞানোদয় বৌদ্ধ বিহারে শুক্রবার (১৭ অক্টোবর) শুভ ৪৮তম কঠিন চীবর দানোৎসব ও সদ্ধর্ম সভা সম্পন্ন হয়েছে।
সকালে দায়ক-দায়িকাদের উদ্যোগে বিহার প্রাঙ্গণে শুরু হয় দিনব্যাপী ধর্মীয় আয়োজন। এতে অনুষ্ঠিত হয় বুদ্ধ বন্দনা, বিশ্বশান্তি কামনায় প্রার্থনা, পূজনীয় ভিক্ষু সংঘকে পিণ্ডদান, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, মঙ্গলাচারণ, পঞ্চশীল গ্রহণ, অষ্টপরিস্কার দান, বুদ্ধমূর্তি দান, সংঘদান, প্রাতঃরাশ ও কল্পতরুসহ নানাবিধ দান অনুষ্ঠান।
অনুষ্ঠানের শুরুতে জ্ঞানোদয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উত্তমালংকার মহাথেরো স্বাগত বক্তব্য প্রদান করেন। কমিটির সাধারণ সম্পাদক কল্যাণ বিকাশ তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবতাছড়ি মহাজন পাড়া স্বধর্ম জ্যোতি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উ.ক্ষেমিন্দা মহাথেরো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পুঞাবংশ মহাথেরো। প্রধান ধর্মালোচক ছিলেন ওয়াগ্গা জনকল্যাণ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুমেধানন্দ মহাথেরো। বিশেষ ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া কদমতলী ধর্মাংকুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত দীপংকর মহাথেরো ও রাঙ্গুনিয়া সোনাইছড়ি সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উত্তমানন্দ মহাথেরো।
অনুষ্ঠানে আগত সকল ধর্মগুরুদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে বৌদ্ধ ধর্মাবলম্বী নর-নারীরা দলে দলে যোগ দিয়ে জগতের সকল প্রাণীর হিতসুখ ও মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা ও পঞ্চশীল গ্রহণ করেন।
বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্যে দানোৎসবে বিভিন্ন বিহারের পূজনীয় ভিক্ষু সংঘ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারি এবং শতাধিক দায়ক-দায়িকা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান শেষে সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস উত্তোলনের মধ্য দিয়ে ৪৮তম শুভ কঠিন চীবর দানোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
What's Your Reaction?






