পিরোজপুরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত

জালিস মাহমুদ, স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
Oct 17, 2025 - 21:42
 0  4
পিরোজপুরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পিরোজপুর জেলা শাখার উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও পুরনো সদস্যদের নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১১ টায় জেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাওগাতুল ইসলাম সগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত।

এসময় আরও বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি সাফায়েত হোসেন রিপন, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক এলিজা শারমিন মুন্নি সহ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে এই সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। নতুন সদস্য সংগ্রহের পাশাপাশি পুরনো সদস্যদের নবায়নের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কাঠামোকে আরও গতিশীল করা হবে। 

উল্লেখ্য, প্রতিটি সদস্য সংগ্রহ ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। একই সঙ্গে যারা ফ্যাসিবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কেউ যাতে এই কার্যক্রমে অন্তর্ভুক্ত না হতে পারে এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow