ফরিদপুরে ৫ ভূয়া র‌্যাব সদস্য আটক

শফিকুল ইসলাম জনি, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
Jul 28, 2025 - 22:32
Jul 28, 2025 - 23:01
 0  58
ফরিদপুরে ৫ ভূয়া র‌্যাব সদস্য আটক

ফরিদপুরের নগরকান্দায় র‌্যাব-১০ এর অভিযানে পাঁচজন ভুয়া র‌্যাব সদস্যকে আটক করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জয়বাংলা মোড়ে স্থানীয়দের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে একটি প্রাইভেটকারে করে আসা ওই ব্যক্তিরা র‌্যাবের পরিচয়ে এলাকায় প্রবেশ করে সন্দেহজনক আচরণ করতে থাকে। খবর পেয়ে র‌্যাব-১০ এর একটি দল তাদের ধাওয়া করলে জয়বাংলা মোড়ে গাড়িটি আটকে ফেলে। এসময় স্থানীয়রা এগিয়ে এসে সন্দেহভাজনদের গণপিটুনি দেয় এবং তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি ভাঙচুর করে।

আটকদের মধ্যে শরীয়তপুর, চাঁদপুর, গাইবান্ধা, মাদারীপুর ও ফরিদপুর জেলার বাসিন্দা রয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তারা ডাকাতি বা বড় ধরনের প্রতারণার উদ্দেশ্যে এলাকায় এসেছিল।

খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পাঁচজনকে থানায় নিয়ে যায়। পরে রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব-১০ এর সদস্যরা আটককৃতদের নিজেদের হেফাজতে নিয়ে মুন্সিগঞ্জে ফিরে যায়।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই ঘটনায় স্থানীয়দের সচেতনতা এবং র‌্যাব-পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন প্রশাসনের কর্মকর্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow