ফরিদপুরে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান

ফরিদপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের লক্ষ্যে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এই নগদ অর্থ বিতরণ করা হয়।
ফরিদপুর সদর উপজেলা সমাজকল্যাণ কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ৩৮ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীর প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৭৬ হাজার টাকা প্রদান করা হয়।
ফরিদপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহাবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান।
প্রধান অতিথির বক্তব্যে ইসরাত জাহান বলেন, "বর্তমানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষেরা শিক্ষিত হয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন দায়িত্বশীল পদে কাজ করে যাচ্ছেন।" তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, "শিক্ষিত না হলে সামাজিক সুবিধা পাওয়া যায় না। লেখাপড়ার মাধ্যমে নিজেদের মান উন্নয়ন করে আগামী দিনে রাষ্ট্রের কর্ণধার হিসেবে নিজেকে নিয়োজিত করতে হবে। তাহলেই এই আর্থিক অনুদান দেওয়া সার্থক হবে।"
অনুষ্ঠানে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপগুলোতে প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করার আশ্বাস দেন তিনি এবং প্রতিটি পূজা মণ্ডপ কমিটিকেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে সদর সহকারী সমাজসেবা কর্মকর্তা সোরাইয়া আক্তার আইরিনসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






