বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচারের বিষয়ে মুন্সি আক্তার হোসেনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Aug 24, 2025 - 15:21
 0  2
বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচারের  বিষয়ে মুন্সি আক্তার হোসেনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

নিজের বিরুদ্ধে আনা বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচারকে 'মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন' বলে দাবি করেছেন সাবেক কাস্টমস কর্মকর্তা মুন্সি আক্তার হোসেন। সম্প্রতি রেবেকা সুলতানা (কনা) নামে এক নারীর তোলা অভিযোগের জবাবে আজ রবিবার সকালে ফরিদপুর প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।

ফরিদপুর প্রেসক্লাবের মরহুম অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে আয়োজিত এই সম্মেলনে গণমাধ্যম কর্মীদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন মুন্সি আক্তার হোসেন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে তিনি বলেন, "আমার সম্মানহানি করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল রেবেকা সুলতানাকে ব্যবহার করে আমার বিরুদ্ধে এসব ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে। তার করা প্রতিটি অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।"

লিখিত বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, তার সামাজিক ও পারিবারিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যই পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালানো হচ্ছে।

এ সময় তিনি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রকৃত ঘটনা জনগণের সামনে তুলে ধরার জন্য উপস্থিত গণমাধ্যম কর্মীদের প্রতি বিনীত আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে ফরিদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কিছুদিন পূর্বে রেবেকা সুলতানা (কনা) এক সংবাদ সম্মেলনে মুন্সি আক্তার হোসেনের বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করেছিলেন, যার পরিপ্রেক্ষিতেই এই পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হলো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow