ফরিদপুরের আলফাডাঙ্গায় আবারও গ্রেপ্তার মাদক সম্রাট রবি ঘোষ

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Sep 18, 2025 - 14:06
Sep 18, 2025 - 14:59
 0  23
ফরিদপুরের আলফাডাঙ্গায় আবারও গ্রেপ্তার মাদক সম্রাট রবি ঘোষ

ফরিদপুরের আলফাডাঙ্গায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও এক বছরের সাজাপ্রাপ্ত আসামি রবি ঘোষকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে আলফাডাঙ্গা পৌরসভার বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। রবি ঘোষ পৌর এলাকার নাওয়াপাড়া গ্রামের বাসিন্দা।

আলফাডাঙ্গা থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই ) মো.জাকির হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, রবি ঘোষ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এর আগেও মাদক মামলায় গ্রেপ্তার হয়ে এক বছরের সাজা ভোগ করে সে। কিন্তু জেল থেকে মুক্তি পেয়ে আবারও একই ব্যবসায় জড়িয়ে পড়ে।

ওসি আরও বলেন, "রবি ঘোষের কারণে এলাকার যুব সমাজ মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে। অসংখ্য যুবক তার কাছ থেকে মাদক কিনে নিজেদের জীবন নষ্ট করছে।" তিনি জানান, স্থানীয়দের পক্ষ থেকে রবি ঘোষের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ পাওয়া গেছে।

শাহজালাল আলম বলেন, "যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। রবি ঘোষের মতো মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা যেকোনো মূল্যে আলফাডাঙ্গাকে মাদকমুক্ত করতে অঙ্গীকারবদ্ধ।"

স্থানীয়রা রবি ঘোষের কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন। তার গ্রেপ্তারের খবরে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।

গ্রেপ্তারের পর রবি ঘোষকে আলফাডাঙ্গা থানায় নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার তাকে ফরিদপুর আদালতে হাজির করা হবে বলে পুলিশ জানিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow