শেষ দিনে সভাপতি পদে হাজী মহিউদ্দিন তালুকদারের মনোনয়ন সংগ্রহ
মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী শ্রীনগর বাজারের ব্যবসায়ী কমিটির নির্বাচনে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র বিক্রি শেষ হয়েছে। শেষ দিনে সভাপতি পদে মনোনয়ন সংগ্রহ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও তালুকদার ট্রেডার্সের স্বত্বাধিকারী হাজী মহিউদ্দিন তালুকদার। সৎ ও সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত মহিউদ্দিন তালুকদার দীর্ঘদিন ধরে বাজারের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে সকলের কাছে ভোট প্রার্থনা করছেন।
আসন্ন এই নির্বাচনকে ঘিরে শ্রীনগর বাজারের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। শ্রীনগর বাজারটি এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত, যেখানে প্রতিদিন শ্রীনগর উপজেলা ছাড়াও লৌহজং, সিরাজদিখান এবং দোহার উপজেলার মানুষ কেনাকাটার জন্য আসেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১৮ই অক্টোবর, শনিবার, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম।
তফসিল অনুযায়ী, ২০শে সেপ্টেম্বর শনিবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ধার্য করা হয়েছে। এরপর ২২শে সেপ্টেম্বর সোমবার সকাল ১০টার মধ্যে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন হবে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১০৫৪ জন।
মোট ১৯টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। পদগুলো হলো: সভাপতি পদে ১ জন, সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন, অর্থ, প্রচার, আইন, দপ্তর, ক্রীড়া, সমাজকল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক পদে ১ জন করে এবং সাধারণ সদস্য পদে ৫ জন।
What's Your Reaction?
এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমান প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ