পিরোজপুরে কেন্দ্রীয় কৃষকদল নেতা বাবুলের মুক্তির দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে পিরোজপুর। শনিবার রাতে জেলা কৃষকদলের উদ্যোগে শহরে একটি বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে অবিলম্বে বাবুলের মুক্তি দাবি করে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় শহরের রাজপথ।
শনিবার (২৩ আগস্ট) রাতে জেলা বিএনপি কার্যালয় থেকে মশাল মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় শত শত নেতাকর্মীর হাতে থাকা মশালের আলোয় শহরের রাজপথ আলোকিত হয়ে ওঠে এবং তাদের স্লোগানে এলাকা মুখরিত হয়। মিছিলটি পুনরায় জেলা কার্যালয়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লায়ন আকতার হোসেন সেন্টু। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন জাসাস বরিশাল মহানগরের আহ্বায়ক মীর আদনান তুহিন এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইদুল ইসলাম কিসমত।
এছাড়াও মিছিলের অগ্রভাগে ছিলেন পিরোজপুর জেলা কৃষকদলের সভাপতি নাছির আহম্মদ বাচ্চু, সাধারণ সম্পাদক হাবিব খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আসাদুজ্জামান মিঠু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাইদ এবং জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মিজান শেখ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, "সরকার ষড়যন্ত্রমূলকভাবে কৃষক সমাজের জনপ্রিয় নেতা শহিদুল ইসলাম বাবুলকে বিনা দোষে, অন্যায়ভাবে কারাগারে আটকে রেখেছে। এটি গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার সামিল।"
তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "যদি অবিলম্বে শহিদুল ইসলাম বাবুলকে নিঃশর্ত মুক্তি না দেওয়া হয়, তাহলে কৃষকদল সাধারণ জনতাকে সাথে নিয়ে দেশব্যাপী আরও কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।" গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান সংগ্রামে বিএনপি ও তার অঙ্গসংগঠনের সকল নেতাকর্মী রাজপথে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।
What's Your Reaction?






