আগৈলঝাড়ায় ভুয়া র‌্যাব পরিচয়ে ছিনতাই, শ্রমিক দল নেতাসহ গ্রেপ্তার ৩

মোঃ মনিরুজ্জামান আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধিঃ
Sep 17, 2025 - 17:23
 0  6
আগৈলঝাড়ায় ভুয়া র‌্যাব পরিচয়ে ছিনতাই, শ্রমিক দল নেতাসহ গ্রেপ্তার ৩

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় র‌্যাব সদস্যের ভুয়া পরিচয় দিয়ে তিনজন পান ব্যবসায়ীর কাছ থেকে নগদ অর্থ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় এক শ্রমিক দল নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় তাদের অন্য সহযোগীরা পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আমবাড়ি গ্রামের পান ব্যবসায়ী বিপুল ঢালী, পলাশ মন্ডল ও চঞ্চল কর্মকার পান বিক্রি শেষে বাড়ি ফিরছিলেন। রাত সোয়া নয়টার দিকে স্থানীয় নিরঞ্জন ঢালীর দোকানের কাছে পৌঁছালে র‌্যাবের ভেস্ট পরা, পিস্তল ও হ্যান্ডকাফ হাতে ৫/৬ জন ব্যক্তি তাদের পথরোধ করে। তারা নিজেদের র‌্যাব সদস্য পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে এবং ভয়ভীতি দেখিয়ে তল্লাশির নামে তাদের কাছে থাকা নগদ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়।

ছিনতাইয়ের পর ভুয়া র‌্যাব সদস্যদের আচরণে ব্যবসায়ীদের সন্দেহ হলে তারা তাৎক্ষণিকভাবে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাটরাগামী ব্রিজের ওপর থেকে র‌্যাবের ভেস্ট পরা অবস্থায় তিনজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ভুয়া পরিচয় স্বীকার করলে তাদের গ্রেপ্তার করা হয়।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা হলো- আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের নাঘিরপাড় গ্রামের মৃত আব্দুল মাজেদ মোল্লার ছেলে ও ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা, উত্তর চাঁদত্রিশিরা গ্রামের দুলাল মোল্লার ছেলে রমজান মোল্লা এবং বাকাল ইউনিয়নের পূর্ব পয়সা গ্রামের নগেন হালদারের ছেলে নরত্তোম হালদার। তাদের সহযোগী সুমনসহ অন্যরা অস্ত্র ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, এ ঘটনায় গ্রেপ্তার রাসেল মোল্লাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বুধবার দুপুরে আগৈলঝাড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি আল সজল আলাল ও সাধারণ সম্পাদক সিকদার মো. লিটন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow