নোয়াখালীর যুবককে ফেনীতে পিটিয়ে হত্যা: হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ
Sep 17, 2025 - 17:14
 0  4
নোয়াখালীর যুবককে ফেনীতে পিটিয়ে হত্যা: হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ

নোয়াখালীর বেগমগঞ্জের বুদ্ধি প্রতিবন্ধী যুবক মুনসুর আহমেদ বাহারকে (৩৮) ফেনীতে পিটিয়ে হত্যার ঘটনায় হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে নিহতের নিজ এলাকা। এই দাবিতে বুধবার (১৭ সেপ্টেম্বর) নিহতের স্বজন ও এলাকাবাসী একযোগে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের মতো কর্মসূচি পালন করেছেন। উপজেলার কাদিরপুর ইউনিয়নের পৌরণ বিবি বাজারে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিয়ে স্বজনরা হত্যাকাণ্ডের বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন।

মানববন্ধনে নিহত বাহারের বড় ভাই জাফর আহমেদ, স্ত্রী নুর নাহার এবং স্থানীয় জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন। তারা অভিযোগ করে বলেন, বাহার একজন নিরীহ ও বুদ্ধি প্রতিবন্ধী যুবক ছিলেন এবং ফেনীর কাশিমপুরের স্টার লাইন নামক একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। গত রোববার, ১৪ সেপ্টেম্বর ভোরে ফেনীর মোটবী ইউনিয়নে চোর অপবাদ দিয়ে স্থানীয় কিছু লোক তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। পরিবার এটিকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে।

বিক্ষুব্ধ বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, একজন বুদ্ধি প্রতিবন্ধী ও নিরীহ যুবককে এভাবে পিটিয়ে হত্যা করা চরম অমানবিকতার পরিচায়ক। তারা অভিযোগ করেন, ঘটনার পর প্রধান আসামি গ্রেফতার হলেও বাকিদের ধরতে পুলিশের তেমন কোনো তৎপরতা নেই। অবিলম্বে সকল হত্যাকারীকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান তারা।

এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, এই ঘটনায় ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশি তৎপরতায় কোনো প্রকার অনীহা নেই বলেও তিনি দাবি করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow