ফরিদপুরের নগরকান্দায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ সবুজ ও মিজানুর নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার বাউতিপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সবুজ নগরকান্দা উপজেলার বালিয়া গ্রামের খোকনের ছেলে এবং মিজানুর সালথা উপজেলার মাঝারদিয়া গ্রামের সেলিম মোল্যার ছেলে।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই শহিদুল, এএসআই জাহাঙ্গীরসহ পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নগরকান্দা থানা সূত্রে আরও জানা গেছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
What's Your Reaction?






