সিংগারবিল বাজারে তীব্র যানজট: শিমরাইল কান্দি-পত্তন সড়ক সংস্কারে জনদুর্ভোগ চরমে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শিমরাইল কান্দি থেকে পত্তন সড়কটি অসময়ে সংস্কার কার্যক্রম শুরু করায় সিংগারবিল বাজার এলাকাজুড়ে তৈরি হয়েছে তীব্র যানজট।এতে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন হাজারো স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, রোগী ও সাধারণ পথচারীরা।
বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত পত্তন সড়কে যান চলাচল বন্ধ থাকায় সকল ধরনের যানবাহনকে সিংগারবিল বাজার এলাকা দিয়ে ঘুরপথে চলাচল করতে হচ্ছে। সংকীর্ণ বাজার সড়ক ও বাজার-সংলগ্ন ব্রিজটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় যানজট পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে।
স্থানীয়রা জানান, সিংগারবিল বাজারের দক্ষিণ পাশে অবস্থিত একটি সংকীর্ণ ব্রিজ বহু বছর ধরেই যানজটের মূল কারণ হয়ে আছে। বিশেষ করে স্কুলগামী কোমলমতি শিক্ষার্থী, গর্ভবতী নারী ও রোগীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে যাওয়ার এটি একটি প্রধান সংযোগ পথ হওয়ায় অ্যাম্বুলেন্স চলাচলেও মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে।
এছাড়াও অভিযোগ রয়েছে, বাজারের আশপাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনাগুলো যানজট পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এসব অবৈধ স্থাপনার কারণে রাস্তা সরু হয়ে গেছে এবং যান চলাচলের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের দাবি, এ সমস্যা দিনের পর দিন বেড়েই চলেছে অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
বিশেষ করে প্রতি সপ্তাহে খরমপুর কেল্লা শহীদ গেছুদারাজ (রহ.)-এর মাজারে অনুষ্ঠিত ওরস মোবারকে আগত ভক্তদের যাতায়াতকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। বাজারের অপরিকল্পিত স্থাপনা ও সংকীর্ণ ব্রিজের কারণে যানজট তখন প্রকট আকার ধারণ করে।
এ বিষয়ে সিংগারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, “ব্রিজটি দীর্ঘদিন ধরেই জনদুর্ভোগের অন্যতম প্রধান কারণ। এর সংস্কারের লক্ষ্যে আমরা এলজিইডি-সহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। ইতোমধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ঢাকায় এলজিইডি অফিসে পাঠানো হয়েছে। ইনশাআল্লাহ, দ্রুত সময়ের মধ্যেই ব্রিজের সংস্কার কাজ শুরু হবে।”
স্থানীয় বাসিন্দারা অবিলম্বে ব্রিজ সংস্কার, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং যান চলাচলের জন্য বিকল্প পথ তৈরির দাবি জানিয়েছেন। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন যেন এই জনদুর্ভোগ থেকে মুক্তি মেলে।
What's Your Reaction?






