কুবিতে হতে যাচ্ছে স্টাডি এব্রোড প্রোগ্রাম ‘বিয়ন্ড বর্ডারস’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আয়োজন হতে যাচ্ছে শিক্ষার্থীদের জন্য বহুল প্রতীক্ষিত স্টাডি এব্রোড প্রোগ্রাম ‘বিয়ন্ড বর্ডারস’। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ও নেতৃত্ব বিকাশ বিষয়ক সংগঠন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ক্লাব (ইএলডিসি) এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রোগ্রামটি।
আগামী ১১ অক্টোবর ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে এ অনুষ্ঠান।
প্রোগ্রামটির মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, প্রস্তুতির ধাপ, এবং বাস্তবভিত্তিক পরিকল্পনা বিষয়ে সচেতন ও অনুপ্রাণিত করা। ইএলডিসি সূত্রে জানা যায়, অংশগ্রহণে আগ্রহীরা ইএলডিসি’র অফিসিয়াল ফেসবুক পেজে উল্লিখিত অনলাইন ফর্মের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মো. আল-আমিন সরকার, সিওও, এফআইসিসি। তিনি বিদেশে পড়াশোনার বাস্তব অভিজ্ঞতা ও প্রস্তুতির দিকনির্দেশনা শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করবেন। বিশেষ করে কীভাবে বিদেশে পড়ার প্রস্তুতি নিতে হয়, কোন বিষয়ে মনোযোগ দেওয়া দরকার, এবং প্রবাসজীবনে কোন দিকগুলোতে সচেতন থাকা উচিত এসব বিষয়ে তিনি ব্যবহারিক পরামর্শ প্রদান করবেন।
প্রোগ্রামটির চিফ কো-অর্ডিনেটর রিয়াদ হোসেন বলেন, “বিয়ন্ড বর্ডারস মূলত সেই শিক্ষার্থীদের জন্য, যারা একাডেমিক উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক সুযোগ সম্পর্কে জানতে আগ্রহী। আমরা চাই শিক্ষার্থীরা যেন সঠিক দিকনির্দেশনা ও বাস্তব অভিজ্ঞতা পেতে পারে।”
এলডিসি’র সভাপতি শাহরিয়ার আলম সাফল্য বলেন, “ইএলডিসি সবসময় শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে কাজ করে যাচ্ছে। দেশের সীমা ছাড়িয়ে বৈশ্বিক অঙ্গনে নিজেদের প্রতিষ্ঠিত করার চিন্তা থেকেই আমাদের এই আয়োজন। ‘বিয়ন্ড বর্ডারস’ সেই ভাবনারই বাস্তব রূপ।”
সেমিনারের পর অংশগ্রহণকারীদের জন্য থাকছে আইইএলটিএস স্কিল অ্যাসেসমেন্ট। সেরা তিনজন পারফর্মার পাবেন আইইএলটিএস বই সেট, যা ইংরেজি দক্ষতা উন্নয়নে সহায়ক হবে।
এরই মধ্যে প্রোগ্রামটি নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আয়োজকরা আশা করছেন, ‘বিয়ন্ড বর্ডারস’ শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তা ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তরুণদের আত্মোন্নয়নের পথে নতুন দিগন্ত উন্মোচন করবে।
What's Your Reaction?






