দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় নারী ইউপি সদস্যের ছেলে কারাগারে

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ
Jan 4, 2026 - 23:11
 0  3
দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় নারী ইউপি সদস্যের ছেলে কারাগারে

নোয়াখালীর সদর উপজেলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় দায়েরকৃত মামলায় এক সংরক্ষিত নারী ইউপি সদস্যের ছেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালতে আসামি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে, বিচারক আফসানা ইসলাম রুমি শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো ওই আসামির নাম মো. শাহাদাত হোসেন (৩৬)। তিনি সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য নুরবানু আলেয়া ও নুরুল হক মিস্ত্রির ছেলে।

মামলা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৬ আগস্ট দিবাগত রাত ৩টার দিকে চরমটুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মনারখিল গ্রামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস অফিসার ইসমাইল হোসেন বাবুলের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

ঘটনার পরপরই ভুক্তভোগী বিমান কর্মকর্তা সুধারাম মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) সুধন চন্দ্র দাস তদন্তে নেমে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রুবেল (২৮), জাহাঙ্গীর আলম (৩৮), মো. হারুন (৩৫), খুরশিদ আলম (৬০) ও মো. মোশারফ হোসেন (৪৫) নামের কয়েকজনকে গ্রেপ্তার করেন।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, নারী ইউপি সদস্যের ছেলে শাহাদাত হোসেনের বাড়িতে বসেই ওই ডাকাতির মূল পরিকল্পনা বা মিটিং করা হয়েছিল। তদন্ত শেষে পুলিশ শাহাদাতকে এই মামলার চার্জশিটভুক্ত ২ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করে। এ মামলায় মোট ১৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়েছে।

বাদী পক্ষের আইনজীবী শাহাদাত হোসেন চৌধুরী জানান, বিজ্ঞ আদালত শুনানি শেষে আসামিকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত শাহাদাত আন্তঃজেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। এই ডাকাতি মামলা ছাড়াও তার বিরুদ্ধে চুরি, মাদক ও নারী নির্যাতনের একাধিক মামলা রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow