র্যাবের সোর্স রাসেল মোল্লাকে মিথ্যা মামলায় আসামি করার অভিযোগে সংবাদ সম্মেলন
বরিশালের আগৈলঝাড়ায় র্যাবের সোর্স রাসেল মোল্লাকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় আসামি করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তার মা ফজিলা বেগম।
শুক্রবার সকালে আগৈলঝাড়া প্রেসক্লাবের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে রাসেল মোল্লা সততা ও সুনামের সঙ্গে র্যাবের সোর্স হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ঘটনার দিনও তিনি র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে স্থানীয়দের সহায়তায় র্যাবের পোশাক পরে ছিনতাইয়ের সময় দুই জনকে আটক করেন। তবে আরেকজন পালিয়ে যায়।
তিনি অভিযোগ করেন, ছিনতাইয়ের ঘটনায় আটক হওয়া দুই জনের সঙ্গে তার ছেলেকেও থানায় নিয়ে যাওয়া হয়। পরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চারজনকে আসামি করে মামলা রুজু করা হয়, যার মধ্যে তার ছেলে রাসেল মোল্লাকেও অন্তর্ভুক্ত করা হয়। ফজিলা বেগমের ভাষ্য, “এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ। প্রকৃত অপরাধীদের আড়াল করতেই আমার ছেলেকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাগধা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি কে এম শিপন, সাধারণ সম্পাদক আমরাম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
What's Your Reaction?
মো: মনিরুজ্জামান আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধি