না ফেরার দেশে সাবেক অতিরিক্ত সচিব এম. এ. মান্নান হাওলাদার
পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলার সদর ইউনিয়নের চাড়াখালী গ্রামের কীর্তিমান সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব এম. এ. মান্নান হাওলাদার আর নেই।
বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) ভর্তি করা হয়। সেখানে দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৪টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
একইদিন বিকেল ৫টায় (আছরবাদ) ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এম. এ. মান্নান হাওলাদার কর্মজীবন শুরু করেছিলেন বেসরকারি কলেজের অধ্যাপক হিসেবে। পরে তিনি সরকারি কলেজে অধ্যাপনা করেন। কর্মদক্ষতা, মেধা ও অসাধারণ প্রতিভার স্বীকৃতিস্বরূপ তিনি পর্যায়ক্রমে গণশিক্ষা মন্ত্রণালয়ের পরিচালক, উপসচিব, যুগ্ম সচিব এবং সর্বশেষ পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের এপ্রিলে তিনি অবসর গ্রহণ করেন।
কেবল প্রশাসনিক দায়িত্বেই নয়, সাংস্কৃতিক অঙ্গনেও তিনি ছিলেন উজ্জ্বল। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নিয়মিত সঙ্গীত শিল্পী হিসেবে তিনি ব্যাপক সুনাম অর্জন করেছিলেন। পাশাপাশি কবিতা, গল্প, গান রচনা এবং লেখালেখিতেও তার ছিল অনন্য প্রতিভা। অবসরের পর তিনি লেখালেখি ও সংগীতচর্চার মধ্য দিয়ে সময় অতিবাহিত করতেন।
এলাকার শিক্ষা বিস্তার, সমাজসেবা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে তার অবদান ছিল উল্লেখযোগ্য। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার প্রয়াণে আত্মীয়স্বজন, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
শোকসন্তপ্ত পরিবার মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।
What's Your Reaction?
মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ