আগৈলঝাড়ায় নারী মাদক ব্যবসায়ীসহ দুইজন গ্রেপ্তার

বরিশালের আগৈলঝাড়ায় মাদকদ্রব্য বিক্রির সময় এক নারী মাদক ব্যবসায়ীসহ দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, রোববার উপজেলার রত্নপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রত্নপুর গ্রামে এ ঘটনা ঘটে। মাদক ব্যবসায়ী আসাদুল হাওলাদারের স্ত্রী লিজা বেগম (৩০) এর কাছ থেকে মোহনকাঠি গ্রামের নকুল বৈরাগীর ছেলে নিরব বৈরাগী ইয়াবা ক্রয় করে। এসময় এলাকাবাসী নিরবকে আটক করে। পরে লিজা বেগমকেও ৮ পিস ইয়াবাসহ আটক করা হয়। তবে এসময় মূল ডিলার ফরিদ হাওলাদার পালিয়ে যায়।
খবর পেয়ে থানার এসআই ওমর ফারুক ঘটনাস্থলে গিয়ে লিজা ও নিরবকে আটক করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে লিজা, নিরব ও পলাতক ফরিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, লিজা বেগম, তার স্বামী আসাদুল হাওলাদার ও ফরিদ হাওলাদার দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তারা এলাকার তরুণ প্রজন্মকে ধ্বংস করছে। এর আগেও লিজা ও ফরিদ একাধিকবার পুলিশের হাতে আটক হলেও পরবর্তীতে ছাড়া পেয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।
What's Your Reaction?






