ইসলামিক মিশনের উদ্যোগে মকতব শিক্ষার্থীদের সবক প্রদান উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়াঃ
Dec 16, 2025 - 20:14
 0  3
ইসলামিক মিশনের উদ্যোগে মকতব শিক্ষার্থীদের সবক প্রদান উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইসলামিক মিশনের উদ্যোগে মকতবের ছাত্র-ছাত্রীদের সবক প্রদান ও উপহার বিতরণ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকল শহীদ ও শহীদ পরিবারের সদস্যদের স্মরণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলার সিংগারবিল ইউনিয়নের খিরাতলা কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদের সাবেক মুয়াজ্জিন মো. আশু মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বিজয়নগর উপজেলা প্রতিনিধি মাওলানা সামছুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল বারী।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. মুখলেস মিয়া, মো. খুকন মিয়া, সাংবাদিক শামীম উসমান গণী, মো. আমিনুল ইসলাম, হাজী বাহার মিয়া, জাহার মিয়া, জিতু মিয়া, সুজন মিয়া, সুহেল মিয়া, মুনছুর আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, ইসলামী সংগীত পরিবেশন ও আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের রূহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে ইসলামিক মিশনের আয়োজনে মকতবের শিক্ষার্থীদের কোরআন শরীফের সবক প্রদান ও উপহার বিতরণ করা হয়।

পরিশেষে সকল শহীদ পরিবার ও কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow