বিজয়নগরে খালেদ হোসেন মাহমুদ শ্যামলকে জেলা বিএনপির সভাপতি নির্বাচিত করায় আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোডাউন

মো. শামীম মিয়া, উপজেলা প্রতিনিধি, বিজয়নগর
May 15, 2025 - 22:28
 0  2
বিজয়নগরে খালেদ হোসেন মাহমুদ শ্যামলকে জেলা বিএনপির সভাপতি নির্বাচিত করায় আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোডাউন

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি পদে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহমুদ শ্যামল নির্বাচিত হওয়ায় বিজয়নগর উপজেলায় যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোডাউনের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টায় উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী মো. আসাদুল হক শিপন এবং সিংগারবিল ইউনিয়ন যুবদলের সভাপতি লিটন আহমেদের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোডাউন বের হয়। বিজয়নগর থেকে শুরু হয়ে শোডাউনটি ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতা মো. মামুনুর রশীদ, হাজী মোহাম্মদ কামাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহমুদ শ্যামলকে জেলা সভাপতি নির্বাচিত করায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বক্তারা বলেন, "বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দলের শীর্ষ নেতৃত্ব ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান এবং কোকো সাহেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই নির্বাচন আমাদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।"

আয়োজনে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং বক্তারা ভবিষ্যতে রাজনৈতিক কর্মকাণ্ডে যুবদল আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow