রাণীনগরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁর রাণীনগর উপজেলার মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও পরিচালনা কমিটির সভাপতিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) সকালে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মেজবাউল হক লিটন এবং সঞ্চালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান। তিনি বলেন, "শিক্ষার মানোন্নয়নের জন্য প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক এবং পরিচালনা কমিটির সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। শিক্ষার্থীদের নৈতিকতা শিক্ষা, পাঠদান পদ্ধতি এবং মূল্যায়ন প্রক্রিয়া আরও কার্যকর করতে হবে।"
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাবেক সভাপতি এস.এম. আল ফারক জেমস, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, জামায়াতে ইসলামীর রাণীনগর উপজেলা আমির ডা. আনজির হোসেন এবং সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাস।
সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি শামিনুর ইসলাম শামীম, বিভিন্ন স্কুল-মাদ্রাসার প্রধান, ম্যানেজিং কমিটির সভাপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
এই মতবিনিময় সভার মাধ্যমে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে অংশগ্রহণকারী সকলের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়।
What's Your Reaction?






