গরমে জনদুর্ভোগে ছাত্রদলের পাশে মানবিক উদ্যোগ বোয়ালমারীতে তীব্র গরমে পথচারীদের মাঝে বিনামূল্যে শরবত বিতরণ

ফরিদপুরের বোয়ালমারীতে কয়েকদিন ধরে বিরাজমান তীব্র তাপদাহে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। প্রচণ্ড গরমে বিপর্যস্ত সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমজীবীরা, চরম কষ্টে দিন পার করছেন। তাপমাত্রা ছাড়িয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস।
এই পরিস্থিতিতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বোয়ালমারী উপজেলা ছাত্রদল। বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১১টা থেকে বোয়ালমারী উপজেলার চৌরাস্তা মোড়ে তৃষ্ণার্ত পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে বিনামূল্যে লেবুর শরবত ও সুপেয় পানি বিতরণ করে সংগঠনটি।
এই উদ্যোগে অংশ নেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা রোকনুজ্জামান বকুল, উপজেলা ছাত্রদলের সভাপতি শেখ আনিসুজ্জামান তপুসহ ছাত্রদলের নেতাকর্মীরা। ভ্যানে করে শরবত বিতরণ করা হয় অসংখ্য পথচারীর মাঝে।
শ্রমজীবী আলমগীর হোসেন বলেন, “এই গরমে সারাদিন রাস্তায় কাজ করি। আজ এক গ্লাস ঠাণ্ডা শরবত পেয়ে মনে হলো যেন নতুন জীবন ফিরে পেলাম।”
স্থানীয়রা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ গরমে নিম্নআয়ের মানুষের জন্য বড় স্বস্তি এনে দেয়। এ সময় ছাত্রদল নেতৃবৃন্দ জানান, গরম যতদিন থাকবে, ততদিন এই কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন লন্ডনপ্রবাসী ও বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় সদস্য আলমগীর কবির।
What's Your Reaction?






