ফুলবাড়ীয়ায় পুলিশের লুট হওয়া শর্টগান উদ্ধার

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বেতবাড়ী গ্রামের থানারপাড় উচ্চ বিদ্যালয়ের মাঠের বালুর টিবি থেকে পুলিশের লুট হওয়া একটি শর্টগান উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুর দেড়টার দিকে স্থানীয়রা বালুর মধ্যে পরিত্যক্ত অবস্থায় অ'স্ত্রটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।
খবর পেয়ে ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুকনুজ্জামানের নেতৃত্বে একটি পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে অ'স্ত্রটি উদ্ধার করে।
ওসি রুকনুজ্জামান জানান, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ দ্রুত গিয়ে শর্টগানটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এটি আগে লুট হওয়া পুলিশের অ'স্ত্র বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।
What's Your Reaction?






