হাতিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি ও চলাচলের পথ দখলের অভিযোগ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের সেন্টার বাজার এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি ও চলাচলের পথ দখলের অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্য আবু তাহের (প্রকাশ বিহারি আবু) ও তার সহযোগীদের বিরুদ্ধে।
ভুক্তভোগী নোমান গংয়ের দাবি, আবু তাহের দীর্ঘদিন ধরে রাজনৈতিক ছত্রছায়ায় স্থানীয়দের হুমকি-ধমকি দিয়ে তাদের মালিকানাধীন জমি দখল করে পূর্বমুখী একটি দ্বিতল ভবন নির্মাণ করেছেন। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বৃহস্পতিবার (১৫ মে) শতাধিক লোক নিয়ে ওই জমিতে আবারও পুকুর থেকে মাটি কেটে ভরাট ও চলাচলের পথ বন্ধ করার চেষ্টা করা হয়।
এ বিষয়ে ভুক্তভোগীরা জানান, জমি দখল, মারধর, ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে হাতিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি ফৌজদারি মামলা এবং একটি উচ্ছেদ মামলা চলমান রয়েছে। মামলার আসামিদের মধ্যে রয়েছেন আবু তাহের (৫৫), আবুল খায়ের (৫৫), আলাউদ্দিন (৩৫), মো. নিজাম (৪৫) এবং আরও ৮-১০ জন অজ্ঞাত ব্যক্তি।
স্থানীয় সূত্রে জানা গেছে, নোমান গং পরিবার বর্তমানে চট্টগ্রামে অবস্থান করায় অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাদের সম্পত্তি জবরদখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নোমান গংয়ের সদস্য মো. আরিফ জানান, “আবু তাহের একসময় আমাদের বর্গাচাষী ছিলেন। পরে প্রতারণার মাধ্যমে তার মায়ের নামে জমি রেকর্ড করে এবং জোরপূর্বক বাড়ি নির্মাণ করেন। আমরা তার বিরুদ্ধে দেওয়ানী আদালতে উচ্ছেদের মামলা করেছি।”
এছাড়া, স্থানীয়রা অভিযোগ করেন—আবু তাহের লিবিয়া ও ইতালিতে মানব পাচারের সঙ্গে জড়িত। এভাবে কোটি কোটি টাকা উপার্জন করে তিনি সম্পদের পাহাড় গড়েছেন। কেউ প্রতিবাদ করলে নির্যাতনের শিকার হন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে অভিযুক্ত আবু তাহের অভিযোগ এড়িয়ে যান এবং জমির কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিয়ার জাহাজমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনিসুর রহমান জানান, “আমরা ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। বিষয়টি তদন্তাধীন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
What's Your Reaction?






