নোয়াখালীতে জামায়াতের নির্বাচনী শোভাযাত্রা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালীর বেগমগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে এই শোভাযাত্রাটি উপজেলার চৌমুহনী চৌরাস্তা থেকে শুরু হয়ে মাইজদী বাজার প্রদক্ষিণ করে জমিদারহাটে গিয়ে শেষ হয়।
এই শোভাযাত্রার মধ্য দিয়ে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, দলের জেলা সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিনের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানো হয়। এতে উপজেলার ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমির আবু জায়েদ, সেক্রেটারি আব্দুর রহিম, চৌমুহনী পৌরসভা শাখার আমির জসিম উদ্দিন এবং সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই কর্মসূচির মাধ্যমে তারা তাদের মনোনীত প্রার্থীর পক্ষে একনিষ্ঠ সমর্থনের জানান দেন।
What's Your Reaction?






