নওগাঁর আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Sep 20, 2025 - 20:11
 0  3
নওগাঁর আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন সরদার (৭০) আর নেই। শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৪টায় তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ওই গ্রামের মৃত মছির উদ্দিন সরদারের সন্তান ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বীর এই মুক্তিযোদ্ধার প্রতি সম্মান জানিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বেলা ২টায় বান্দাইখাড়া মৃধা পাড়ায় তাঁর নিজ বাসভবন প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে, আত্রাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।

জানাজায় ও রাষ্ট্রীয় সম্মান প্রদান অনুষ্ঠানে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রাকিবুল হাসান এবং আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কাউছারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিল।

এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আত্রাই উপজেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান প্রামাণিক, সদস্য সচিব মোঃ আনছুর রহমান, সদস্য কাজী রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়-স্বজন এবং তাঁর সহযোদ্ধারা উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন সরদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসান বলেন, "বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন সরদারের মৃত্যুতে আমরা একজন সত্যিকারের দেশপ্রেমিককে হারালাম। মুক্তিযুদ্ধে তাঁর অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে। আমরা তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।"

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আত্রাই উপজেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান প্রামাণিক তাঁর সহযোদ্ধাকে হারিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, "তিনি ছিলেন আমাদের জন্য একজন অনুপ্রেরণাদায়ক সহযোদ্ধা। দেশ ও জাতির জন্য তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow