আত্রাইয়ে নবাগত ইউএনও শেখ মো. আলাউল ইসলামের যোগদান
দীর্ঘ প্রায় ছয় মাস ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে পরিচালিত হওয়ার পর নওগাঁর আত্রাই উপজেলা অবশেষে পেল নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। সোমবার (৮ ডিসেম্বর) বেলা ৪টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন শেখ মো. আলাউল ইসলাম। এর আগে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
নতুন ইউএনও-র যোগদানে আত্রাই উপজেলা প্রশাসনের কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করছে স্থানীয় জনগণ। যোগদানের পরপরই উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক নবাগত ইউএনও-কে স্বাগত জানানোর পাশাপাশি উপজেলা প্রশাসনের সার্বিক কর্মকাণ্ডের বিষয়ে তাঁকে অবহিত করেন।
দায়িত্ব গ্রহণের পরই ইউএনও শেখ মো. আলাউল ইসলাম উপজেলার সার্বিক পরিস্থিতি ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করেন। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আত্রাইবাসীর উন্নয়ন ও সেবায় নিজেকে সম্পূর্ণভাবে নিবেদিত রাখার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তিনি বলেন, “একটি উন্নত আত্রাই গড়ার লক্ষ্যে সরকারের চলমান উন্নয়ন অগ্রযাত্রা তৃণমূলের জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমি কাজ করব। মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন থাকবে জিরো টলারেন্সে। সামাজিক শান্তি ছাড়া কোনো উন্নয়ন টেকসই হতে পারে না—এই বিশ্বাস থেকেই আমরা সমাজের এসব কলঙ্ক দূর করতে বদ্ধপরিকর।”
নবাগত ইউএনও আরও বলেন, তাঁর দপ্তরের দরজা সর্বদা সাধারণ মানুষের জন্য খোলা থাকবে। জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিক ও সর্বস্তরের জনগণের সহযোগিতায় আত্রাইকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করাই হবে তাঁর লক্ষ্য।
চলতি বছরের জুন মাসে ইউএনও মো. কামাল হোসেন বদলি হওয়ার পর প্রথমে রাণীনগর ইউএনও মো. রাকিবুল হাসান এবং পরবর্তীতে আত্রাইয়ের সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। সচেতন মহলের মতে, নতুন ইউএনও যোগদানের ফলে দীর্ঘদিনের প্রশাসনিক স্থবিরতা দূর হবে এবং জনসেবার মান আরও বৃদ্ধি পাবে।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হান্নান হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, উপজেলা শিক্ষা প্রকৌশলী সুজাউদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাযহারুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
What's Your Reaction?
আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ