সদরপুর সরকারি কলেজে নবীনবরণে নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ক্যাম্পাস

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
Dec 8, 2025 - 19:55
 0  12
সদরপুর সরকারি কলেজে নবীনবরণে নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ক্যাম্পাস

ফরিদপুরের সদরপুর সরকারি কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স ও ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সোমবার দুপুরে কলেজের একাডেমিক ভবনের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস, আনন্দ আর প্রাণচাঞ্চল্য।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো: এনামুল হক। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষাজীবনের প্রতিটি ধাপ ভবিষ্যৎ গঠনের ভিত্তি তৈরি করে। সৎ, শৃঙ্খলাবদ্ধ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে নিজেকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রতি গুরুত্ব আরোপ করেন তিনি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবীনবরণ কমিটির আহবায়ক মো: হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পাঠচর্চা, নৈতিক চেতনা লালন এবং শিক্ষকদের প্রতি সম্মান বজায় রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

এ ছাড়া জাতীয়তাবাদী ছাত্রদল সদরপুর সরকারি কলেজ শাখা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি আদর্শিক উন্নতির মাধ্যমে সমাজ ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষাংশে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ফুল দিয়ে নবীনদের বরণ করেন। ফুলেল শুভেচ্ছা ও আনন্দঘন মুহূর্তে নবীনবরণ অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow