ফরিদপুরে এডভোকেট সৈয়দ মুদাররেস আলী ঈসার নেতৃত্বে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা
ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) সকালে ফরিদপুর জেলা পরিষদের সামনে থেকে জেলা বিএনপির আহ্বায়ক ও ধানের শীষের কান্ডারী অ্যাডভোকেট সৈয়দ মুদাররেস আলী ঈসার নেতৃত্বে এই প্রচারণা কর্মসূচি শুরু হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তাঁর নিজ বাসভবনের সামনে গিয়ে সমাপ্ত হয়। এতে ফরিদপুর জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এক সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট সৈয়দ মুদাররেস আলী ঈসা বলেন, “আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এখন থেকেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছি। নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।”
তিনি অভিযোগ করে বলেন, “রাষ্ট্রের ভেতর থেকে একটি মহল নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।”
অ্যাডভোকেট ঈসা বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেগম খালেদা জিয়া ও তারেক রহমান মনোনীত প্রার্থীদের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।”
তিনি নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানান, “দলের প্রতিটি নেতা-কর্মীকে পাড়া-মহল্লা, ওয়ার্ড ও এলাকায় ধানের শীষের পক্ষে প্রচারণা চালাতে হবে। দলের ঐক্য ও জনগণের সমর্থনই আমাদের বিজয়ের শক্তি।”
এর আগে প্রচারণা মিছিল থেকে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি সংবলিত লিফলেট বিতরণ করেন।
What's Your Reaction?
জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ