অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থানচি বৌদ্ধ ভিক্ষু সংঘ পরিষদ

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Nov 2, 2025 - 11:53
 0  8
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থানচি বৌদ্ধ ভিক্ষু সংঘ পরিষদ

বান্দরবানের থানচি উপজেলার বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে থানচি উপজেলা বৌদ্ধ ভিক্ষু সংঘ পরিষদ। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ দোকান মালিকের মাঝে মোট ৫১ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

রবিবার সকাল ৯টায় বলিবাজার নবনির্মিত জেলা পরিষদ বাজারসেট প্রাঙ্গণে ক্ষতিগ্রস্তদের হাতে এককালীন এই অনুদান তুলে দেন থানচি উপজেলা বৌদ্ধ ভিক্ষু সংঘ পরিষদের সাধারণ সম্পাদক ও করুনা শিশু সদনের পরিচালক ভদন্ত উ: গাইন্দামালা মহাথেরো।

অনুদান প্রদানকালে ভদন্ত উ: গাইন্দামালা মহাথেরো বলেন, “প্রাকৃতিক দুর্যোগ আগেভাগে জানিয়ে আসে না। আগুন, পানি, বাতাস ও প্রকৃতি—সবই জীবনের অবিচ্ছেদ্য অংশ। একজনের অসাবধানতা বহু মানুষের ক্ষতির কারণ হতে পারে। তাই আমাদের সবাইকে ব্যবহারিক জীবনে সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে, তাহলেই এ ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া সম্ভব।”

অনুষ্ঠানে উপস্থিত থেকে রুমা উপজেলার অগ্রবংশ অনাথালয়ের পরিচালক ও রুমা বার্তা পোর্টালের সম্পাদক ভদন্ত উ: নাইন্দিয়া মহাথেরো বলেন, “ধর্ম যার যার, মানবতা সবার। প্রাকৃতিক দুর্যোগ, শিক্ষা, অসহায় অনাথ শিক্ষার্থী, অসুস্থ নর-নারী কিংবা হতদরিদ্র মানুষের পাশে পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ভিক্ষুরা অতীতেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। জগতের সকল প্রাণীর মঙ্গল কামনাই আমাদের লক্ষ্য।”

এ সময় উপস্থিত ছিলেন বলিপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উ: আচিংঙা ভিক্ষু, ক্যচুপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উ: পইঞা ওয়াইসা মহাথেরো এবং মংনাইপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ গুনা বংশ মহাথেরো।

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর মধ্যরাতে থানচির বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়, এতে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow