রুমায় পর্যটন স্পট কেওক্রাডং পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে

শৈহ্লাচিং মারমা, রুমা প্রতিনিধি, বান্দরবানঃ
Sep 28, 2025 - 12:12
 0  3
রুমায় পর্যটন স্পট কেওক্রাডং পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে

দীর্ঘ ১৮ মাসের নিষেধাজ্ঞা শেষে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডং আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে। একসময় বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে পরিচিত কেওক্রাডং বান্দরবানের রুমা উপজেলা সদর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে অবস্থিত।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ১ অক্টোবর (মঙ্গলবার) থেকে পর্যটকরা এই পাহাড়ি গন্তব্যে ভ্রমণের সুযোগ পাবেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি এ ঘোষণা দেন। তবে এখনো আনুষ্ঠানিক কোনো লিখিত প্রজ্ঞাপন জারি হয়নি, যদিও সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রস্তুতি নিচ্ছে।

রুমা সদরের মুসলিমপাড়ার বাসিন্দা ও পেশায় পর্যটন গাইড মো. আলমগীর (৩৮) বলেন, “কেওক্রাডং পর্যটকদের জন্য খুলে দেওয়া হলে টুরিস্ট গাইডদের জন্য বড় উপকার হবে। প্রচুর পর্যটক এলে আমাদের আয়ের উৎস তৈরি হবে, যা পরিবারের জন্যও মঙ্গল বয়ে আনবে।” তবে তিনি উল্লেখ করেন, স্থানীয় গাইডদের বিষয়ে এখনো উপজেলা প্রশাসন কোনো নির্দেশনা দেয়নি।

উল্লেখ্য, ২০২৩ সালের ২ ও ৩ এপ্রিল রুমা-থানচি সড়কে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সশস্ত্র সদস্যদের ব্যাংক ডাকাতি ও সহিংসতার ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে রুমার বিভিন্ন পর্যটন স্পটে ভ্রমণ নিষিদ্ধ করে জেলা প্রশাসন। সে সময় থেকে কেওক্রাডংসহ আশপাশের এলাকায় পর্যটন কার্যক্রম বন্ধ ছিল। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিল করে প্রথমে বগালেক পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়, তবে কেওক্রাডং এতদিন বন্ধ ছিল।

অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারও খুলে দেওয়া হচ্ছে কেওক্রাডং। প্রাকৃতিক সৌন্দর্যে মোড়ানো এই শৃঙ্গ থেকে বান্দরবানের পাহাড়ি দৃশ্য উপভোগে প্রস্তুত হয়ে উঠছেন পর্যটনপ্রেমীরা। তবে ভ্রমণের আগে জেলা প্রশাসনের নির্দেশনা ও স্থানীয় প্রশাসনের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow