বান্দরবানের লামার ডেঞ্জার হিল রিসোর্টে পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার

পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্যের মাঝে এক রহস্যময় মৃত্যুর ছায়া। বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জা ভ্যালীর জনপ্রিয় "ডেঞ্জার হিল রিসোর্ট" এর একটি কটেজ থেকে মো. আনোয়ার হোসেন (৪৭) নামে এক পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা নিয়ে সৃষ্টি হয়েছে গভীর ধোঁয়াশা।
ঘটনাটি ঘটেছে বুধবার (২৩ জুলাই) দুপুরে। রিসোর্ট কর্তৃপক্ষ জানায়, ঢাকার কেরানীগঞ্জ উপজেলার আবু তাহেরের ছেলে আনোয়ার হোসেন মঙ্গলবার রাতে রিসোর্টের ১২ নম্বর কটেজে একাই ওঠেন। বুধবার সকালে কটেজের দরজা না খোলায় এবং কোনো সাড়াশব্দ না পাওয়ায় রিসোর্ট কর্মীদের সন্দেহ হয়। পরে তারা ভেতরে উঁকি দিয়ে আনোয়ারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে লামা থানায় খবর দেন।
খবর পেয়ে লামা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কটেজের দরজা ভেঙে লাশ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। প্রাথমিক পর্যবেক্ষণে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও, পুলিশ মৃত্যুর পেছনের প্রকৃত কারণ উদঘাটনে বিস্তারিত তদন্ত শুরু করেছে।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জল হোসেন জানান, "আমরা সব দিক খতিয়ে দেখছি। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে, তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।" তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পুলিশ নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে এবং তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?






