মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য ফরিদপুরে সম্মিলিত প্রার্থনা
সারাদেশের মানুষের মতো ফরিদপুরেও নেমে এসেছে শোকের ছায়া। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করেছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, ফরিদপুর জেলা শাখা।
বুধবার (২৩ জুলাই) বিকেলে শহরের শ্রীধাম শ্রীঅঙ্গনে এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। গভীর শোক ও শান্তিপূর্ণ পরিবেশে নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
প্রার্থনায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ফরিদপুর জেলা কমিটির সদস্য সচিব অরূপ কুমার চক্রবর্তী, যুগ্ম আহ্বায়ক পবিত্র কুমার মজুমদার, সদস্য সঞ্জয় কর, গৌতম ভৌমিক এবং মহানগর কমিটির সভাপতি সুশান্ত কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক টুটুল কুমার কুন্ডু, সহ-সভাপতি রামপ্রসাদ ভক্ত, সদস্য নরেশ সরকার, নিতাই দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় শ্রীঅঙ্গনের প্রায় দুই শতাধিক ভক্ত এই প্রার্থনায় অংশ নিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং আহতদের জন্য আরোগ্য কামনা করেন। এই প্রার্থনার মধ্য দিয়ে মানবিক সংহতির এক দৃষ্টান্ত স্থাপিত হলো।
What's Your Reaction?
জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ