ফরিদপুরের নগরকান্দায় নিজের ঘরে আগুন দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর অপচেষ্টা

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসূতি ইউনিয়নের সলিথা গ্রামে এক ব্যতিক্রমধর্মী ঘটনার জন্ম দিয়েছেন মোমরেজ আলম (৪৮)। নিজ বাড়িতে আগুন দিয়ে প্রতিপক্ষের নামে থানায় অভিযোগ দেওয়ার চেষ্টা করেছেন তিনি। তবে পুলিশের তদন্তে ঘটনার সত্যতা না পাওয়ায় মামলা গ্রহণ করা হয়নি।
জানা গেছে, বুধবার (২৪ জুলাই) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ফুলসূতি বাজারে বিক্ষোভ সমাবেশে অংশ নেন মোমরেজ আলম ও হিয়াবলদী গ্রামের জাহিদ হোসেন খোকন (৩৫)। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে গুরুতর আহত হন খোকন।
আহত খোকন বলেন, "ফুলসূতি বাজারে প্রতিবাদ সমাবেশ চলাকালে আওয়ামী লীগ নেতা মোমরেজ আলম ও তার অনুসারীরা আমাকে অতর্কিতে হামলা করে। বর্তমানে আমি হাসপাতালে চিকিৎসাধীন। আজ শুনলাম, সে নিজেই নিজের ঘরে আগুন দিয়ে আমার বিরুদ্ধে থানায় অভিযোগ করতে গেছে। তবে পুলিশ তদন্তে তা মিথ্যা প্রমাণ করে অভিযোগ নেয়নি। আমি এর বিচার চাই।"
অন্যদিকে অভিযুক্ত মোমরেজ আলম দাবি করেন, "বুধবার বাজারে আমার ভাইয়ের সঙ্গে খোকনের মারামারি হয়েছে। পরদিন আমার ঘরে আগুন লাগে। আমি তখন বাড়িতে ছিলাম না। আমার ধারণা, আগুন খোকন লাগিয়েছে। যদিও এতে বড় ধরনের ক্ষতি হয়নি।"
এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, "ঘটনার বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। বিষয়টি আমাদের জানা ছিল না।"
স্থানীয়রা মনে করছেন, রাজনৈতিক বিরোধ থেকেই এই ধরণের নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এলাকাজুড়ে এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
What's Your Reaction?






