আইনের প্রজ্ঞা আর রাজপথের স্পর্ধার প্রতিচ্ছবি: হেমায়েতকে ঘিরে তরুণ আইনজীবীদের নতুন স্বপ্ন

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Sep 3, 2025 - 11:26
 0  11
আইনের প্রজ্ঞা আর রাজপথের স্পর্ধার প্রতিচ্ছবি: হেমায়েতকে ঘিরে তরুণ আইনজীবীদের নতুন স্বপ্ন

আইনের তীক্ষ্ণ মেধা আর রাজপথের লড়াকু সত্তার এক অনন্য মিশেল তিনি। যার নামেই এখন ফরিদপুরের তরুণ আইনজীবীদের চোখে জ্বলছে অনুপ্রেরণার আগুন—তিনি আলফাডাঙ্গার কৃতি সন্তান অ্যাডভোকেট হেমায়েত হোসেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা কমিটিতে তাঁর অন্তর্ভুক্তি কোনো সাধারণ খবর নয়, বরং এটি এক দীর্ঘ সংগ্রামের প্রাপ্য স্বীকৃতি। যে তরুণ প্রজন্মের হাতে আগামীর নেতৃত্ব, তাদেরই একজন প্রতিনিধি হিসেবে হেমায়েত হোসেনের এই অর্জন পুরো আইনজীবী সমাজে নতুন প্রাণশক্তি সঞ্চার করেছে। তাঁর হাত ধরেই আইনের শাসন প্রতিষ্ঠা ও আইনজীবীদের অধিকার আদায়ের সংগ্রাম আরও বেগবান হবে বলে বিশ্বাস সকলের।

সম্প্রতি ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ফরিদপুর জেলা বার ইউনিটের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে তাঁর অন্তর্ভুক্তির খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই আইনজীবী মহলে, বিশেষ করে তরুণদের মধ্যে তৈরি হয় বাঁধভাঙা উচ্ছ্বাস। আইন পেশার পাশাপাশি রাজনীতির মাঠেও তিনি একজন পরীক্ষিত যোদ্ধা; বর্তমানে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং জেলা ছাত্রদলের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এই অর্জনের পর নিজের লক্ষ্য ও অনুভূতি প্রকাশ করতে গিয়ে অ্যাডভোকেট হেমায়েত হোসেন বলেন, "আইনজীবী ফোরামের এই কমিটিতে স্থান পেয়ে আমি সম্মানিত। আমার মূল লক্ষ্য একটাই—আইনজীবীদের অধিকার ও মর্যাদা রক্ষা করে আইনের শাসন প্রতিষ্ঠায় নিজেকে উৎসর্গ করা। আমি বিশ্বাস করি, এই কমিটির মাধ্যমে আমরা ফরিদপুরের আইনজীবী সমাজের প্রত্যাশা পূরণে নতুন দিগন্ত উন্মোচন করতে পারব।"

প্রবীণদের চোখেও তারুণ্যের এই অগ্রযাত্রা পেয়েছে ভূয়সী প্রশংসা। ফরিদপুর বারের একজন জ্যেষ্ঠ আইনজীবী বলেন, "হেমায়েত হোসেন একাধারে পরিশ্রমী, মেধাবী ও প্রতিশ্রুতিবদ্ধ এক তরুণ। তাঁর মতো একজন জনবান্ধব ও লড়াকু ব্যক্তিত্বকে কমিটিতে পাওয়া আমাদের জন্য আনন্দের। আমরা নিশ্চিত, তাঁর উপস্থিতি কমিটির কার্যক্রমে এক নতুন গতি আনবে।"

শুধু আইন অঙ্গনই নয়, রাজনীতির সহযোদ্ধারাও তাকে নিয়ে গর্বিত। আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবরু রহমান খোকন বলেন, "হেমায়েত কেবল একজন দক্ষ আইনজীবী নন, তিনি দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী। তাঁর এই অর্জন শুধু আলফাডাঙ্গার নয়, পুরো ফরিদপুরের জন্য গৌরবের। আইনজীবী ফোরামের প্ল্যাটফর্ম থেকে তিনি দেশ ও দলের জন্য আরও বড় অবদান রাখবেন, এ বিশ্বাস আমাদের আছে।"

তরুণ আইনজীবীদের কাছে অ্যাডভোকেট হেমায়েত হোসেন এখন এক অনুপ্রেরণার প্রতীকে পরিণত হয়েছেন। তারা মনে করছেন, এই অন্তর্ভুক্তি প্রমাণ করে যে মেধা ও সংগ্রামের মূল্যায়ন হয়। তাদের দৃঢ় বিশ্বাস, এই কমিটি তরুণদের স্বপ্নকে বাস্তবে রূপ দেবে এবং আইনজীবীদের স্বার্থ রক্ষায় এক ঐতিহাসিক ভূমিকা পালন করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow