বিজয়নগরে মিথ্যা অপপ্রচার ও অবান্তর অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় মিথ্যা অপপ্রচার ও অবান্তর অভিযোগ তুলে পারিবারিক মানহানি ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সোহেল রানা ও রাফির পরিবার।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চান্দুরা ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে ভুক্তভোগীদের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সোহেল রানা ও রাফি জানান, তাঁদের বাবা আব্দুল বাছির মেম্বারের ৪ ছেলে ও ২ মেয়ে। পরিবার পরিচালনায় সোহেল রানা ও রাফির অবদানের কথা বিবেচনা করে ২০২২ সালের ২২ নভেম্বর হেবা দলিলের মাধ্যমে বাবা তাঁদের দুই ভাইকে অতিরিক্ত ১১ শতাংশ জমি প্রদান করেন। বাকিটুকু অন্যান্য ভাইবোনকে সমানভাবে ভাগ করে দেন।
তাঁদের অভিযোগ, এই বাড়তি জমিকে কেন্দ্র করে তাঁদের ভাই মোখসেদুল করীম বিভিন্ন মানুষের প্ররোচনায় মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে পারিবারিক মর্যাদা ক্ষুণ্ন করছেন।
তাঁরা আরও জানান, ছয় মাস আগে সড়ক দুর্ঘটনায় সোহেল রানা পরিবারসহ আহত হয়ে এখনো শয্যাশায়ী। অন্যদিকে রাফি কর্মসূত্রে নরসিংদীতে অবস্থান করছেন। তবুও তাঁদের বিরুদ্ধে প্রতিনিধি পাঠিয়ে মিথ্যা অভিযোগ, মারধর ও মানহানির চেষ্টা চালানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে তাঁদের বোন শামসুন্নাহার বেগম বলেন, “আমার বাবা ২০২২ সালে সবার উপস্থিতিতে দুই ভাইকে অতিরিক্ত ১১ শতাংশ জমি দেন। তখন কেউ কিছু বলেনি। এখন কিছু মানুষের কুপরামর্শে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। এতে আমাদের পারিবারিক ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে।”
What's Your Reaction?






