ফরিদপুরে কৃষকলীগ সভাপতিসহ আওয়ামী লীগের পাঁচ নেতার পদত্যাগ, বিএনপিতে যোগদান

শফিকুল ইসলাম জনি, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
Jan 10, 2026 - 18:45
 0  3
ফরিদপুরে কৃষকলীগ সভাপতিসহ আওয়ামী লীগের পাঁচ নেতার পদত্যাগ, বিএনপিতে যোগদান

‎ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচজন নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন।

‎শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার কোটপাড় এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ সিদ্ধান্তের কথা জানান।

‎সংবাদ সম্মেলন শেষে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর হাতে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তারা।

‎পদত্যাগকারী নেতারা হলেন, উপজেলা কৃষকলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জিন্নাহ সরদার, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান পান্নু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ওহিদুজ্জামান মান্দার,
‎সিনিয়র সহসভাপতি জামিউল ইসলাম জামিল ও সহ-সভাপতি বাকি মিয়া।

‎সংবাদ সম্মেলনে পাঁচজনই পৃথক পৃথক লিখিত বক্তব্য পাঠ করেন। তারা জানান, ‎“আমরা কোনো ধরনের চাপ বা ভয়ভীতি ছাড়াই সম্পূর্ণ স্বপ্রণোদিত হয়ে নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেছি। ইতোমধ্যে সংশ্লিষ্ট সংগঠনের কাছে লিখিতভাবে আমাদের পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে।”

‎তারা আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বিএনপির কেন্দ্রীয় নেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু আপার রাজনৈতিক কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে আমরা বিএনপিতে যোগদান করেছি।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow