গোদাগাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীর গোদাগাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বাদ আসর উপজেলার প্রেমতলী ডিগ্রি কলেজ মাঠে ৬ নং মাটিকাটা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. এহসানুল কবির টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন।
স্মৃতিচারণ করতে গিয়ে প্রধান অতিথি মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন আবেগাপ্লুত হয়ে বলেন, “তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আজকের এই আয়োজন। তিনি ছিলেন এক মহীয়সী নারী। তাঁর কথা বলতে গেলেই আমি আবেগাপ্লুত হয়ে পড়ি। সামরিক জীবনে দীর্ঘ ৫ বছর আমি তাঁর সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছি এবং ছায়ার মতো তাঁর পাশে ছিলাম।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষকদলের আহ্বায়ক শফিকুল ইসলাম সমাপ্ত, গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, সাবেক আহ্বায়ক মো. আব্দুল মালেক, সহ-সভাপতি ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, সাবেক সিনিয়র সহ-সভাপতি তোজাম্মেল হক, সহ-সভাপতি তাজমিলুর রহমান শেলী ও আমিনুল ইসলাম ফটিক।
আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক হযরত আলী, গোদাগাড়ী পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান, মাটিকাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল গনি, সাংগঠনিক সম্পাদক বুলু, সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া মেম্বার, সহ-সভাপতি রেজাউল করিম দুলু, সহ-সাধারণ সম্পাদক সাদিউজ্জামান রুবেল, দপ্তর সম্পাদক সেলিম সানোয়ার পলাশ, প্রচার সম্পাদক তাসিকুল ইসলাম। এছাড়াও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অরণ্য কুসুম, যুবনেতা সাউন ও হিমেল, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম, সদস্য সচিব নুরুদ্দীন বাবু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বেদারউদ্দিন বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক কাউসারসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
What's Your Reaction?
সেলিম সানোয়ার পলাশ, গোদাগাড়ী প্রতিনিধি, রাজশাহীঃ