জলঢাকায় ভুয়া 'জুলাই যোদ্ধা'দের গেজেট বাতিলের দাবিতে গণস্বাক্ষর ও পথসভা
নীলফামারীর জলঢাকায় জুলাই গণঅভ্যুত্থানে আহতদের তালিকায় অন্তর্ভুক্ত 'ভুয়া' যোদ্ধাদের গেজেট বাতিল এবং ভাতা বন্ধের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ‘জুলাই বিক্রেতা বিরোধী ঐক্য’-এর ব্যানারে শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার স্থানীয় জিরো পয়েন্ট মোড়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সংগঠনটির অন্যতম সংগঠক আব্দুল্লাহ আল হাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তারা অভিযোগ করেন, প্রকৃত আন্দোলনকারীদের উপেক্ষা করে একটি স্বার্থান্বেষী মহল ভুয়া ব্যক্তিদের নাম আহতদের তালিকায় ও গেজেটে অন্তর্ভুক্ত করেছে। বক্তারা অবিলম্বে এই ভুয়া তালিকা ও গেজেট বাতিলের জোর দাবি জানান।
সভায় বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা ও ‘জুলাই বিক্রেতা বিরোধী ঐক্য’-এর সংগঠক মনিরুজ্জামান মিঠু, ইকবাল জিয়াদ, আহসান হাবিব রক্সি, সাজ্জাদ হোসেন সাব্বির, বকুল ইসলাম, আদম শাহরিয়ার, মিক্স মারুফ, তিতাস মিয়া প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, "যারা জুলাই বিপ্লবীদের নাম ভাঙিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।"
পথসভা শেষে ভুয়া জুলাই যোদ্ধাদের গেজেট বাতিলের দাবিতে সাধারণ মানুষের কাছ থেকে সংগৃহীত গণস্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে হস্তান্তর করেন সংগঠনের নেতৃবৃন্দ।
What's Your Reaction?
হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, জলঢাকা প্রতিনিধি, নীলফামারীঃ