আলফাডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে মাদক সম্রাট শিবু গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছেন আলোচিত মাদক ব্যবসায়ী শিপন মোল্যা শিবু (৩২)। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার জাটিগ্রাম বাজারসংলগ্ন বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। শুক্রবার (৪ জুলাই) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আটক শিপন মোল্যা শিবু উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম এলাকার মুনজুর মোল্যার ছেলে।
বোয়ালমারী সেনাবাহিনীর ক্যাম্প ও আলফাডাঙ্গা থানা পুলিশের যৌথ অভিযানে এ গ্রেপ্তার হয়। অভিযানের সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা, ৪০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শিবু দীর্ঘদিন ধরে আলফাডাঙ্গা ও কাশিয়ানী উপজেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন। যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া এই চিহ্নিত মাদক ব্যবসায়ী চুরির সঙ্গেও জড়িত। তার বিরুদ্ধে একাধিক মাদক ও চুরির মামলা রয়েছে বলে থানাসূত্রে জানা গেছে।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজালাল আলম বলেন, ‘যৌথবাহিনীর অভিযানে শিপন মোল্যাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।’
What's Your Reaction?






